আসমানের যত তারা
আজ কেন নিদ্রাহারা  |
কে জ্বালালে পিদিম ওরে
.     কোন সে আন্ জান জন ?
দেখি নাই তার বসনভূষণ
.     জানিনা যে তার মন—-
ওসে কখন জ্বালায়, কখন নেভায়
.             হয়ে পথহারা ||

—————
কথা     :  তপন সিংহ
চলচ্চিত্র :  গল্প হেকিম সাহেব<

Super User