হাতের কাছে শোষক আছে
এদের করতে হবে দমন
শোষিতের দল হাওরে সবল
সইবে কত আর জ্বালাতন।।

শোষিত বঞ্চিত যারা
সাবধান হয়ে যাবে তোরা
তোদের হাতে পড়বে ধরা
শোষকের রায় যত জন।।

শোষক স্বৰ্গসুখে থাকে
মোদের নাহি রাখে
ডাকিয়া নেন ফাঁকে ফাঁকে
স্বার্থ হবে যখন।।

আবদুর রহমান বলে এবার
ফাঁকা ডাকে ভুলিস না আর
সুদখোর ঘুষখোর মজুতদার
কেউ আমাদের নয়রে আপন।।

———–
আবদুর রহমান<

Super User