সাধু গো, আমায় উপায় বলনা৷

আমি স্বভাবকটূ কমন্ডলু
(আমার) হাড়ের তেতো গেলনা৷
উপায় বলনা৷

অঙ্গে আমার তীর্থমাটি
বুকে গঙ্গাজল,
তবু ধুয়ে তো গেলনা আমার
মনের গরল৷
(আমি) বাহিরেতে ভেক ধরেছি
ভিতর কিন্তু ছলনা৷
উপায় বলনা৷

দেশ-দেশান্তরে ঘুরে আমার
হল যাওয়া-আসা,
সাধুসঙ্গে ঘুচিল না
স্বভাব সর্বনাশা৷
(আমি) চারধামেতে ঘুরে এলাম
পরমধাম তো পেলাম না৷
উপায় বলনা৷

–রামকুমার চট্টোপাধ্যায়ের গলায় শোনা৷

Super User