যার যা ইচ্ছা তাই বলে বুঝিনা আসল-নকল
কেউ বলে শাহ্‌ আব্দুল করিম, কেউ বলে পাগল ।।

জন্ম আমার সিলেট জেলায়, সুনামগঞ্জ মহকুমায়
বসত করি দিরাই থানায়, গাঁয়ের নাম হয় উজানধল
কেউ বলে শাহ্‌ আব্দুল করিম, কেউ বলে পাগল ।।

কালনী নদীর উত্তরপাড়ে, আছি এক কুঁড়েঘরে
পোস্ট-অফিস হয় ধল বাজারে, ইউনিয়ন তাড়ল
কেউ বলে শাহ্‌ আব্দুল করিম, কেউ বলে পাগল ।।

পিতার নাম ইব্রাহিম আলী, সোজা-সরল আল্লার অলি
পীর-মুর্শিদের চরণ ধুলি করিমের সম্বল
কেউ বলে শাহ্‌ আব্দুল করিম, কেউ বলে পাগল ।।

——————–
শাহ আব্দুল করিম<

Super User