ভর কলসী আওয়াজ করে না৷

ও ভাই দেখো হাঁটুজলে
পুঁটি ছড়ছড় কইরা চলে
দ্যাখো বোয়ালেরি ছা
দ্যাখো মাগুরেরি ছা
কাদা যত্তই ঘোলাও না
বেশি নড়ে চড়ে না

ভরা কলসী আওয়াজ করে না৷

কুড় মুড় কুড় মুড় কলাই মুড়ি
একটু পরে চুপ,
কোন সাহসে নুনের পুতুল
সাগরে দেয় ডুব৷

দুই পাতা ইংরাজি পইড়্যা
ফটর ফটর করে,
ঝনর ঝনর বাজায় কৌটা
পয়সা হইলে পরে,
আহা রে আহা রে
ও পাড়ার মাইয়া দেইখ্যা
কথা সরে না৷

ভরা কলসী আওয়াজ করে না৷

Super User