বন্ধু রে নিরল
কেন তুমি কালা হৈলা না!

হৈল না ব্যাকুল
পঠনের লাগি
আমার মনোবাসনা।

বন্ধু রে কালা
কেন তুমি নিরল হৈলা না!

হৈলা না আকুল
বলিবার লাগি
তোমার গহীন কল্পনা।

————————–
রাধারমণ দত্ত<

Super User