প্ৰেম রসিক হবো কেমনে।
করে মানা কাম ছাড়ে না। মদনে।
মদন করে তৌসিলদারী এই দেহের মাঝার
মদন তো দুষ্ট ভারি তারে দেও তৌসিলদারী
করে হাকিম মুসীগিরি গোপনে।
চোর দিয়ে সব করায় চুরি একি কারখানা
আমি সে ভাব জিজ্ঞাসিলে বলে মুই জানিনা।
চোরে বা চুরি করে, সাধু সব পালায় ওরে
সাধু থাকে কোন শহরে গোপনে।
অধীন জহর কেঁদে বলে, ফকির সায়ের পায়
স্বামীতে মারিলে নালিশ করিব কার ঠাঁয়
তুমি মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো মতি
কেমনে হবো সতী চরণে।

————
ফকির জহরদ্দী সাঁই / ফকির জহর সাঁই / ফকির জহর শাহ (?)<

Super User