প্ৰেম করেছে সাঁই রব্বানা
তাদের সহজ প্রেমের নাই তুলনা।
প্রেমেতে মগ্ন সদা মহম্মদা
খোদ খোদা অশোক জন।।

আলা নবী আদম ছবি
করলো প্রেমের দাবি এই তিন জনা।
একেতে আছে এই তিন
জেনো না ভিন।
চিহ্ন গেলে হবে ফানা।

যেমন কুপ জল আর গঙ্গা জলে
মিরাজ যে মিলন হলো এই দু’জনা।
এসকে ছাদেকি প্ৰেমে
ফাতেমাকে মা বলেছেন সাই রব্বানা,
যে জন প্রেমের মানুষ মহাপুরুষ
দেখলে বেহুস মন রসনা।
জহরের এই মুনাযাত নফিয়েস রাত
উজল শাঁইজি ঘোর রে ঘোনা।

———
উজল শাহ<

Super User