আজি হরষ সরসি কি জোয়ারা!
প্রাণমে ন মিলত কুল কিনারা।
গাও গাও সখী, গৌরবগীত;
লীলাচপল রাগ ললিত ললিত;
কোকিল পঞ্চম করুণ কানাডা;
গাও গাও মৃদু মধুর মল্লারা ।
সরমকি বনধন খোলহ খোল,
মরমকি পালহ তোলহ তোল,
প্রেম তরণমে ছোড় এ তরণী,
ভাসি চলি আয়ো প্রাণমে হামারা ।
দোলত দিবাকর দিবস মোহন,
কোকিল কুজত কুহু কুহু কুহু
চাঁদিয়া রঞ্জিত রজত রজনী,
দুরে চমকত পুলকিত তারা ।<
আজি হরষ সরসি কি জোয়ারা
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 41