http://www.youtube.com/watch?v=RmT5VW-F4d4

আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে,
কষ্ট কাকে বলে।

আমার নষ্ট হওয়ার একটা পলক
নিজের চোখে তুলে নিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে।

আমার দীর্ঘঃশ্বাসের একটা স্রোতে
তোমার সুখের তরী ভাসালেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে।

—————-
আইয়ুব বাচ্চু<

Super User