আজকের এই নিশি ভালোবাসি ভালোবাসি
নিকষ মেঘে তোমার ঐ চোখ দেখেছি আজ এই আমি

মৃদু বাতাস বলে ছিলে সেই তুমি
তোমার এ মোহে হারাই আমি
নিজেকে যে খুঁজে ফিরি
তোমার প্রেমের সূখসারি।

যখন দাঁড়াও এসে ভুলে যাই সবই
হদয়ের সব কথা বলে দেই আমি
তোমারই যে চিরদিনই
রবো আমি তোমারই।

——————
হদয় খান<

Super User