আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ
হৃদয়ে আমার সাধনার গোলাপ

চোখে উষ্ণতা তোমার
আবেশ জাগায়
অধরে কোমলতা যেন
মনকে রাঙায়
জীবন জাগানো আলো দিয়েছ তুমি

আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ
হৃদয়ে আমার সাধনার গোলাপ

আমি চাতক তুমি তাই
বৃষ্টি ধারা
আমি মরু পথিক তুমি
ঝর্না ধারা
আমার জীবনে তুমি প্রথম কবিতা

আঁধারে তুমি পূর্ণিমা চাঁদ
হৃদয়ে আমার সাধনার গোলাপ

—————
ব্যান্ড – উইনিং
এ্যলবাম – উইনিং (প্রথম সেল্ফটাইটেল্ড এ্যলবাম)

Super User