আধক আধ- আধ দিঠি অঞ্চলে
যব ধরি পেখলুঁ কান |
কত শত কোটি কুসুম-শরে জর জর
রহত কি যাত পরাণ ||
সজনি জানলুঁ বিহি মোহে বাম |
দুহু লোচন ভরি যো হরি হেরই
তছু পায়ে মঝু পরণাম ||
সুনয়নি কহত কানু ঘন শ্যামর
মোহে বিজুরিসম লাগি |
রসবতি তাক পরশ-রসে ভাসত
হমারি হৃদয়ে জ্বলু আগি ||
প্রেমবতী প্রেম লাগি জিউ তেজত
চপল জীবনে মঝু সাধ |
গোবিন্দদাস ভণে শ্রীবল্লভ জানে
রসবতি-রস-মরিযাদ ||<
আধক আধ- আধ দিঠি অঞ্চলে (শ্রীরাধার অসামান্যতা)
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 55