মনের বনে পুরনো অসুখ
পুরনো ভয়
সংগোপনে পড়েছে আবার
একই সংশয়
না জানি কি জানি হয়
বেশী ভালোবাসা ভালো নয়

——————
আইয়ুব বাচ্চু<

Super User