আমি মন-মন্দিরে পূজা দেব

https://www.youtube.com/watch?v=lXaptNpg7yc

আমি মন মন্দিরে পূজা দেব
সত্যম শিবম অনন্তম
আমি দেল কাবাতে নামাজ পড়ব
আল্লাহ হু-আকবর … হু-আকবর।।
আমি মন মন্দিরে পূজা দেব
পড়ব নামাজ দেল কাবায়
মসজিদ মন্দিরে জেতে বলনা আমায়
তোমরা মন্দির মসজিদে যেতে বলনা আমায়।।

মানুষ যদি আদম সন্তান সৃষ্টি একজনার
তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন আচার।।
আমি ঘর হারা এক পথের মানুষ…
আপন করলো পথ আমায়।।

আরে জন্ম দেখি মরণ দেখি তাঁরে দেখি না
অদৃশ্য তার প্রেমের বলি আমরা ক’জনা।।
জগত জুড়ে রক্ত সাগর…
কারে পায় কে বয়ে যায়।।

—————
শফি মণ্ডল<

Super User