আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু
গ্রাম-পোস্ট-অফিস নেই জানা
তোমায় আমি হলেম অচেনা
বন্ধুরে হইতা যদি দেশের দেশী
শ্রীচরণে হইতাম দাসী গো
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু
শুনতাম না কারো মানা
বন্ধুরে শুইলে না আসে রে নিদ্রা
ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো
আমি স্বপন দেখে জেগে উঠি রে বন্ধু
কেন্দে ভিজাই বিছানা
মনমোহনের মনের ব্যথা
বলা যায় না যথাতথা গো
আমি কার কাছে বলিবো ব্যথা গো
কেহ নয় মোর আপনা
————————-
মুজিব পরদেশী, মনমোহন দত্ত