আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না।
চুল ভিজাবনা আমি বেণী ভিজাব না।
জলে নামব জল ছড়াব জল তো ছোবনা,
এধার ওধার সাঁতার পাথার করি আনাগোনা,
জলে ডুবব আমি কারো কথা শুনব না।
ভোগ লাগাব ভুখে মরব না (সজনী গো)
আমি রাধিব বাড়িব ব্যঞ্জন বাটিব
তবু আমি হাড়ি ছোবনা।
গোঁসাই রসরাজে বলে (নাগরী লো) শোনলো নাগরী,
রূপের যাই বলিহারি,
আমি হবোনা সতী না হবো অসতী
তবু আমি পতি ছাড়বো না।<
আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 78