http://www.youtube.com/watch?v=6VJdkgCVuKA
আমি আছি থাকবো ভালোবেসে মরবো,
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে
কপালে টিপ দিয়েছি যাব সময় হলে
দোহাই লাগে তোমার ঘরের বাহির কইর না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
আগুনে ঝাঁপ দিয়েছি, পুড়ে যাব বলে
ভালবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে
দোহাই লাগে তোমার কলঙ্কে নাম দিও না
দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না
————-
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন<