আর কতদিন থাকবে বলো
ওরে পাগল মন আমার
গোণার দিন ফুরাইয়া গেলো
চোখে দেখবে অন্ধকার।।

যেদিন পাখি যাবে উড়ে
শূন্য পিঞ্জর রবে পড়ে
ডাকলে পাখি চায় না ফিরে
দয়ামায়া নাইরে তার।।

মন তুমি হও হুশিয়ার
পাখি ধরার করো যোগাড়
নিরলে বসিয়া একবার
কথা কও সঙ্গে তাহার।।

পাখি ধরার সন্ধান আছে
যাও চলে মুর্শিদের কাছে
নইলে বিপদ আসবে পাছে
শফিকুন্নুর হও হুশিয়ার।

————
শাহ শফিকুন্নুর<

Super User