আমি রাঙাপদে বিকাইলাম রে বন্ধু ঐ রাঙ্গা চরনে ।
বন্ধুরে তোমার আমার সরল পিরিতি
পাড়ার লোকে জানলে হবে দুর্গতি
গোপনে করিও পিরিত রে বন্ধু লোকে যেন না শুনে ।।
ভাইবে রাধারমণ বলে তোমার আমার সরল পিরিত
থাকে যেন গোপনে গো ।
থাকিতে যেন ভুলিওনারে বন্ধু মইলে যেন না পাশরে ।।
আমি রাঙাপদে বিকাইলাম রে বন্ধু
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 55