আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ |
(আরে) তবে সে রঙ্গিনী রাধার সাফল্য জীবন ||
মরিয়া মরিয়া যদি, শ্যামের লাগাল পাই |
রাঙ্গা চরণে ধরি জনম গোওয়াই ||
ছাড়াইলে না ছাড়িমু, ধরিমু চরণ |
যাহা করে জগন্নাথ, জগত্ মোহন ||
হাছন রাজায় বলে জান যাইবে যখন |
সে সময় দেখতে চাই যুগল চরণ ||
আমি মরিয়া পাই যদি শ্যামের রাঙ্গা চরণ
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 45