অন্ধকারে মায়া ধরে বেড়াস কেন ঘুরে ঘুরে
জীবন প্ৰদীপ কখন নিভে যায় ফস কইরে।

দু’দিন পরে দেখবিরে নিশ্চয়
জীবন প্ৰদীপ নিভে যাবে
যাবে সমুদয়
আসবে যেদিন কালের ঝটকা
আটকাবি কি প্রকারে।।
জীবন প্ৰদীপ নিভে যাবে ফস কইরে।

আর দু’দিন পরে দেখবিরে নিশ্চয়
জীবন প্ৰদীপ নিভে যাবে
যাবে সমুদয়
এখন থাকতে আলা
নিয়েই বেলা
আসল কাজ তুই নে সেরে।
জীবন প্ৰদীপ নিভে যাবে ফস কইরে।

ওগো সাঁই আরাফাত শাহ কয়
জামালরে তুই
মরলি রে তুই কেবল ঘুরে ঘুরে
জীবন প্ৰদীপ নিভে যাবে ফস কইরে।

———–
জামাল শাহ<

Super User