Aha Oi Anka Banka Je Poth Lyrics (আহা ওই আঁকা বাঁকা যে পথ) - Shyamal Mitra
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 238
Aha Oi Anka Banka Je Poth Lyrics In Bengali :
Singer : Shyamal Mitra
Song Name : Aha Oi Anka Banka Je Path (আহা ওই আঁকা বাঁকা যে পথ)
Music & Lyricist : Salil Chowdhury
Label : Saregama Bengali
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে,
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
কোন হরিণী করুণ তার তান তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়
স্মৃতিরা যেন জোনাকিরই,
ঝিকিমিকি ঝিকিমিকি
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
জীবন বৃন্তেরও থেকে ঝরে
কতনা স্বপ্ন গেছে মরে (x2)
তবুও পথ চলা
কবে যে শেষ হবে জানিনা।
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
কোন হরিণী করুণ তার তান তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়
স্মৃতিরা যেন জোনাকিরই,
ঝিকিমিকি ঝিকিমিকি
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি (x2)
ভাবি এখনও মোরে
আকাশে চেয়ে চেয়ে ভাবো কি
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে,
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
কোন হরিণী করুণ তার তান তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়
স্মৃতিরা যেন জোনাকিরই,
ঝিকিমিকি ঝিকিমিকি
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে লিরিক্স :
Aha
Oi Anka Banka Je Poth Jay Sudure
Aha Oi Aka Baka Je Poth Jay Sudure
Kono horini korun ta taan tuleche
Emono dine tumi mor kache nai haay
Smriti ra jeno jonakiri jhikimiki jhikimiki
Aha Oi Anka Banka Je Poth Jay Sudure