Bhalo Laage Tomake Lyrics (ভালোলাগে তোমাকে) Tomake Chai
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 378
Bhalo Laage Tomake Lyrics by Arijit Singh And Anweshaa :Bhalo Laage Tomake Song Is Sung by Arijit Singh And Anweshaa Dutta Gupta from Tomake Chai Bengali Movie. Starring: Bonny Sengupta and Koushani Mukherjee. Music composed by Indraadip Das Gupta And Valo Lage Tomake Kachakachi Pele Lyrics In Bengali Written by Prasen. Song : Bhalolaage TomakeMovie : Tomake ChaiSinger : Arijit Singh & Anwesha Dutta GuptaMusic Composer : Indraadip Das GuptaLyrics : PrasenMix & Master : Shadab RyanDirected By : Rajiv KumarStory : Abhimanyu MukherjeeMusic On : SVF MUSICBhalo Laage Tomake Song Lyrics In Bengali :ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলেভালোবাসি তুমিও কাছাকাছি এলে,অন্য তখন চোখের ধরনঅন্য রকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালেতুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলেভালোবাসি তুমিও কাছাকাছি এলে।। ও.. তোমার হাসি, হাতছানি দাওহারিয়ে যাবো আমি তোমার ভিড়ে। তোমার ঘুমের পর্দা সরাওবৃষ্টি হবো আমি জানলা পারে। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালেতুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলেভালোবাসি তুমিও কাছাকাছি এলে।। ও.. তোমায় নিয়ে ব্যস্ত যখনঅন্যকিছু আমি শুনতে না পাই। হুম.. তোমার হাতেই বাঁচন-মরণআমার পাশে শুধু তোমাকে চাই। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালেতুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলেভালোবাসি তুমিও কাছাকাছি এলে।। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে লিরিক্স :Bhalolaage Tomake kachakachi peleBhalobashi tumio kachakachi eleOnno tokhon chokher dhoronOnno rokom paayer cholonTumi ashepashe chaya hoye mayay joraleTumi ek nimishe valobeshe amay bachaleTumi ekla raate ekta chithi amay pathaleValolage Tomake kacha kachi peleValobashi tumio kachakachi eleO.. tomar hasi haatchani daoHariye jabo ami tomar bhireTomar ghumer porda soraoBristi hobo ami janla paareO.. tomay niye beshto jokhonOnno kichu ami shunte na paaiTomar haatei bachon moronAmar pashe shudhu tomake chaiValo lage Tomake kacha kachi peleBhalobasi tumio kacha kachi ele