FAGUNER MOHONAY Lyrics (ফাগুনেরও মোহনায়) - Bhoomi Bangla Band
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 175
Faguner O Mohonay Lyrics In Bangla:
Song: Fagunero Mohonay (ফাগুনেরও মোহনায়)
Band Name - Bhoomi
Singer - Surojit Chatterjee
ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায় (x2)
ও মোর মন হারিয়ে যায়,
মোর মন হারিয়ে যায়
কন্যেরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায়রে
ঝিলমিলিয়ে যায়
কোন অচেনা দেশের তরে
তোর সাথে এই তেপান্তরে
মোর মনের প্রজাপতি নাচি নাচি, ঘুরি ঘুরি,
উড়ি উড়ি, উড়ে যায়
মন হারানোর ঠিকানায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়
প্রেম রাঙ্গা মোর কবিতা সুরেরও অন্তরে
ঝির ঝিরি ঝর্না ধারায় নতুন রঙ ঝরে (x2)
সবুজে সবুজে হৃদয় কেমন করে
সবুজে সবুজে হৃদয় কেমন করে
ও মোর দিন উড়িয়া যায়রে,
দিন উড়িয়া যায়
কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে যায়রে,
গুনগুনিয়ে যায় (x2)
তোর স্বপ্নের ভ্রমরি, মোর প্রেমেরও প্রহরী
তোর স্বপ্নের ভ্রমরি, মোর প্রেমেরও প্রহরী
হৃদয়েরও বাগিচাই নাচি নাচি, ঘুরি ঘুরি,
উড়ি উড়ি, উড়ে যায়
মন হারানোর ঠিকানায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় (x2)
ফাগুনেরও মোহনায়
Faguner O Mohonay Song Lyrics :
Faguner
o mohonay
Phaguner-o mohonay
mon matano mohuyay
rongini bihur nesha
kon akashe niye jay
Fagunero mohonaye
O.. mor mon hariye jay mor mon hariye jay
Koney re tor bhabona jhilmiliye
jay re
jhilmiliye
jay
Kon achena desher tore
tor sathe ei tepantore
Mor moner projapoti
Nachi nachi, Ghuri ghuri, Uri
uri ure jay
Mon haranor thikanay
Prem-ranga mor kobita surer-o ontore
Jhir-jhiri jhorna dharay
notun rong jhore
Sobuje
sobuje Hridoy
kemon kore