Ghum Gari Lyrics by Arnob :
Ghum Gari Song Is Sung by Arnob. Char Paayar Oi Ghumer Gari Lyrics Written by Asif Iftekhar Piyas. Music composed by Shayan Chowdhury Arnob.

Song Name : Ghum Gari
Singer : Shayan Chowdhury Arnob
Lyrics : Asif Iftekhar Piyas
Tune & Music : Arnob
Music Label : Gaanchill Music


Ghum Gari Song Lyrics In Bengali :
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী,
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরী।

শুইয়্যা একজন আজ দিবে পাড়ি
রাইখা স্বাদের বসত বাটী,
শুইয়্যা একজন আজ দিবে পাড়ি
রাইখা স্বাদের বসত বাটী,
সাধের সংসার পিছে ফেইলা
আজ দিবে পাড়ি,
স্বাধের সংসার পিছে ফেইলা
আজ দিবে পাড়ি।

চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী,
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরী।

ঘুম গাড়ি তোর যায়রে চইলা
আট পায়েতে গইলা ভর,
আট কুঠুরী নয় দরজা
বন্ধ হইল চিরতর।

জমিন আছে ছাদ যে তাহার নাই
সাড়ে তিন হাত কইরা মাটির ঠাঁই,
জমিন আছে ছাদ যে তাহার নাই
সাড়ে তিন হাত কইরা মাটির ঠাঁই,
প্রাসাদ ছাইড়া কেমনে শুইয়া
মাটির ঘুম ঘরে?
হায় রে প্রাসাদ ছাইড়া কেমনে শুইয়া
মাটির ঘুম ঘরে?

চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী,
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরী..

চার পায়ার ওই ঘুমের গাড়ি লিরিক্স - অর্ণব :
Chaar paayar oi ghumer gari
Ashmaan bhora jochnar tori
Paal bhiraiya uthane mor
Shada jochnar chador pori
Shuiya ekjon aaj dibe pari
Raikha swader boshot bati
Shader songshar piche feila
Aaj dibe pari
Ghum gari tor jaay re choila
Aat paayete goila vor
Aat kuthuri noy doroja

Super User