Song : Tui Shudhu Tui
Singer : Saif Zohan
Lyrics & Tune : Kafash Munhamanna
Music Arrangement : R Joy
Video : Saif Zohan


Tui Shudhu Tui Song Lyrics In Bengali :
ডাকে মন তোরে, এ মনের ঘরে
কতটা বেঘোরে, তা কেউ জানে না।
তুই দূরে গেলে, লুকোচুরি খেলে
বেখেয়ালি মনটা
কারো কথা মানে না।

হ্যাঁ তুই শুধু তুই
যাকে মন কাছে চায়,
তুই হারালে আড়ালে
লাগে ভীষণ অসহায়।

তোর মায়া মুখ, এনে দেয় সুখ
ভুলিয়ে হৃদয়ের পুরোনো অসুখ।

তোর মায়া মুখ, এনে দেয় সুখ
ভুলিয়ে হৃদয়ের পুরোনো অসুখ,
চোখ দেখে বুঝে নে
হৃদয়েরই ভাষা হায়,
জীবনে প্রয়োজন তোরই ভালোবাসা,
শুধু তোরই ভালোবাসা।

হ্যাঁ তুই শুধু তুই
যাকে মন কাছে চায়,
তুই হারালে আড়ালে
লাগে ভীষণ অসহায়।

তোর কথা সুর, ইচ্ছে দুপুর
হৃদয়ে ঢেলে দেয়, পাহাড়ি নূপুর। 

তোর কথা সুর, ইচ্ছে দুপুর
হৃদয়ে ঢেলে দেয়, পাহাড়ি নূপুর,
চোখ দেখে বুঝে নে
হৃদয়েরই ভাষা হায়,
জীবনে প্রয়োজন তোরই ভালোবাসা,
শুধু তোরই ভালোবাসা।

হ্যাঁ তুই শুধু তুই
যাকে মন কাছে চায়,
তুই হারালে আড়ালে
লাগে ভীষণ অসহায় ...

তুই শুধু তুই লিরিক্স - সাইফ জোহান :
Daake mon tore e moner ghore
Kotota beghore taa keu janena
Tui dure gele lukochuri khele
Bekheyali monta karo kotha mane na
Ha tui shudhu tui jake mon kache chay
Tui harale arale lage vishon oshohay
Tor maya mukh ene dey sukh
Bhuliye hridoyer purono oshukh
Chokh dekhe bujhe ney
Hridoyeri bhasha
Jibone proyojon tori valobasha
Shudhu tori bhalobasha
Tor kotha sur icche dupur

Super User