Dujone Dekha Holo Song Lyrics In Bengali :
দুজনে দেখা হলো, মধুযামিনী রে
কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হল।
নিকুঞ্জে দখিনা-বায়, করিছে হায়-হায়,
নিকুঞ্জে দখিনা-বায়, করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে, ডাকিছে ফিরে ফিরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হলো।
দুজনের আঁখিবারি, গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা, প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা,
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা,
চিরদিন ছাড়াছাড়ি,
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হলো।
মধুযামিনী রে, কেন কথা কহিল না,
চলিয়া গেল ধীরে।
মধুযামিনী রে.. দুজনে দেখা হল।
Dujone Dekha Holo Lyrics (দুজনে দেখা হলো) Rabindra Sangeet
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- লিরিক্স
- Category: রবীন্দ্রনাথের গান
- Read Time: 1 min
- Hits: 1070