Nil Digante Lyrics Bengali:
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে,
বসন্তে সৌরভের শিখা জাগলো,
বসন্তে সৌরভের শিখা জাগলো,
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা,
আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা।
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো।
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগলো।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
নীল দিগন্তে
নীল দিগন্তে, মোর বেদনখানি লাগলো,
অনেক কালের মনের কথা জাগলো।
এলো আমার হারিয়ে যাওয়া,
কোন্ ফাগুনের পাগল হাওয়া।
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো,
এই ফাগুনে আপনাকে সে মাগলো,
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগলো।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে,
বসন্তে সৌরভের শিখা জাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল,
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
Nil Digonte oi English:
Nil Digonte Oi Fuler Aagun Loglo, Loglo
Nil Digante..
Boshonte Sourav-er Sikha Jaglo
Bosonte Sourabher Sikha Jaglo
Neel Digonte
Oi Phuler Aagun Loglo, Loglo
Neel Digonte..
Akasher Laage Dhada
Robir Aalo Oi Ki Badha
Bujhi Dhorar Kache Apnake Se Maglo
Sorshey Khete Phul Hoye Tai Jaglo,
Neel Digante
Nil Digonte Mor Bedon-khani Laglo
Onek Kaler Moner Kotha Jaglo
Elo Amar Hariye Jawa,
Kon Faguner Pagol Hawa
NIL DIGANTE Lyrics (নীল দিগন্তে) Rabindra Sangeet
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- লিরিক্স
- Category: রবীন্দ্রনাথের গান
- Read Time: 1 min
- Hits: 1656