শ্রীরাম বলেন, পক্ষী পিতার সমান।
সীতার কারণে পক্ষী হারাইল প্রাণ।।
বনজন্তু খাইলে অধর্ম্ম অপযশ।
অগ্নিকার্য্য করি রাখ লক্ষ্মণ পৌরুষ।।
তবে ত লক্ষ্মণ দিব্য অগ্নিকুণ্ড কাটি।
জ্বালিলেন কুণ্ড বীর করি পরিপাটি।।
তুলিলেন চিতায় জটায়ু পক্ষিরাজ।
দুই ভাই তাহার করেন অগ্নিকাজ।।
সৎকার করেন তার, ব্যবস্থা যেমন।
গোদাবরী জলে তার করেন তর্পণ।।
রাম দরশনে পক্ষী গেল স্বর্গবাস।
অরণ্যেতে গাহিল পণ্ডিত কৃত্তিবাস।।
২০. জটায়ুর উদ্ধার
- Details
- Super User
- কৃত্তিবাসী রামায়ণ
- Category: (৩) আরণ্যকাণ্ড
- Read Time: 1 min
- Hits: 177