ঋগ্বেদ ০৮।০২৮
ঋগ্বেদ সংহিতা ।। ৮ম মণ্ডল সূক্ত ২৮
বিশ্বদেবগণ দেবতা। মনু ঋষি।

১। ত্রিংশতির পর তিন সংখ্যাযুক্ত যে দেবগণ বহিঁতে উপবেশন করিয়াছিলেন (১); তাঁহারা আমাদিগকে জানুন এবং দুই প্বকার ধন প্রদান করুন।

২। বরুণ, মিত্র ও অৰ্য্যমা সুন্দর হব্য প্রদানকারীর সহিত মিলিত হইয়া গমনশীল পত্নীগণের সহিত বষটকারের দ্বারা আহুত হইয়াছেন।

৩। তাহারা সমস্ত অনুচরগণের সহিত সন্মুখে ও পশ্চাৎ ভাগে, উত্তরে এবং নিম্নে আমাদের পালন হউন।

৪। দেবগণ যেরূপ কামনা করেন, সেইরূপই হয়। দেবগণের কামনা কেহ হিংসা করিতে পারে না। অদাতা মর্ত্যও পারে না।

৫। সপ্ত মরুৎগণের সপ্তপ্রকার ঋষ্টি আয়ুধ আছে, সপ্তপ্রকার আভরণ আছে, সপ্তপ্রকার দীপ্তি আছে (২)।

————

(১) ৩৩ জন দেবতার উল্লেখ।

(২) সপ্ত মরুতের উল্লেখ।

Super User