ঋগ্বেদ ০৯।০০৯
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৯
পবমান সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।

১। কবিপ্রান্তদর্শী সোম অভিষবণ প্রস্তরে নিহিত এবং অভিযুত হইয়া দ্যুলোকের অত্যন্ত প্রিয় পক্ষিগণের নিকট গমন করে।

২। তুমি তোমার নিবাসভূত, দ্রোহরহিত, স্তুতিকারী, মনুষ্যের ভক্ষণের জন্য পর্যাপ্ত, তুমি অন্নবিশিষ্ট ধারাদ্বারা আগমন কর।

৩। জাতবিশুদ্ধ, মহান্ সেই পুত্র মহতী ও যজ্ঞের বর্ধয়িত্রী ও জনয়ত্রী ও মাতৃভূতা দ্যাবাপৃথিবীকে প্রদীপ্ত করেন।

৪। নদীগণ একমাত্র যে সোমকে অক্ষীণরূপে বর্ধিত করে, সেই সোম অঙ্গুলিদ্বারা নিহিত হইয়া দ্ৰোহরহিত সপ্ত নদীকে প্রীত করেন।

৫। হে ইন্দ্র! তোমার কৰ্ম্ম সেই অঙ্গুলিগণ অহিংসিত, বিদ্যমান্ সোমকে মহৎ কর্মের জন্য ধারণ করে।

৬। বাহক, মরণরহিত দেবগণের তৃপ্তিকর সোম সপ্ত নদী দর্শন করেন, তিনি কূপরূপে পরিপূর্ণ হইয়া নদীগণকে তৃপ্ত করেন।

৭। হে পুরুষ সোম! কল্পনীয় দিবসে আমাদিগকে রক্ষা কর, হে পবমান সোম! যে সকল রাক্ষসের সহিত যুদ্ধ করা উচিত, তাহাদিগকে বিনাশ কর।

৮। হে সোম! তুমি নব্য ও স্তুতিযোগ্য সূক্তের জন্য শীঘ্র যজ্ঞপথে আগমন কর এবং পূর্বের ন্যায় দীপ্তি প্রকাশ কর।

৯। হে শোধনকালীন সোম! তুমি পুত্রযুক্ত, মহৎ অন্ন, গাভী ও অশ্ব আমাদিগকে দান করিয়া থাক। তুমি দান কর, আমাদের অভিলাষ প্রদান কর।

<

Super User