ঋগ্বেদ ০৯।০০৪
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪
পবমান সোম দেবতা। অঙ্গিরাকুলোৎপন্ন হিরণ্যস্তূপ ঋষি।

১। হে মহৎ অন্নভূত, পবমান সোম! ভজনা কর, জয় কর, অনন্তর আমাদের মঙ্গল বিধান কর ।

২। হে সোম! জ্যোতিঃ দান কর, স্বর্গ দান কর এবং সমস্ত সৌভাগ্য দান কর, অনন্তর আমাদের মঙ্গল বিধান কর।

৩। হে সোম! বল এবং কর্ম দান কর, হিংসকগণকে বধ কর, অনন্তর আমাদের মঙ্গল বিধান কর।

৪। হে সোমাভিষবকারিগণ! তোমরা ইন্দ্রের পানার্থে সোম অভিষব কর, অনন্তর আমাদের মঙ্গল বিধান কর।

৫। হে সোম! তুমি তোমার কৰ্ম্ম ও রক্ষাদ্বারা আমাদিগকে সূৰ্য্য লাভ করাও, অনন্তর আমাদের মঙ্গল বিধান কর।

৬। আমরা তোমার কৰ্ম্ম এবং রক্ষাদ্বারা চিরকাল সূৰ্য্য দর্শন করিব, অনন্ত আমাদের মঙ্গল বিধান কর।

৭। হে শোভনাস্ত্রবিশিষ্ট সোম! তুমি স্বর্গ ও পৃথিবীতে বৃদ্ধি প্রাপ্ত ধন দান কর, অনন্তর আমাদের মঙ্গল বিধান কর।

৮। সংগ্রামে তুমি নিজে আহত হও না, শত্রুগণকে অভিভব করিয়া থাক, তুমি ধন দান কর, অনন্তর আমাদের মঙ্গল বিধান কর ।

৯। হে ক্ষরণশীল সোম! যজমানগণ বিধারণার্থে তোমাকে যজ্ঞে বর্ধিত করে, অনন্তর আমাদের মঙ্গল বিধান কর।

১০। হে ইন্দু! তুমি আমাদিগকে নানাবিধ অশ্ববান্, সৰ্ব্বগামী ধন দান কর।

<

Super User