বুখারি হাদিস ১০৮
আবুল ওয়ালীদ (র)… আবদুল্লাহ ইবনু’য-যুবায়র (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আমার পিতা যুবায়রকে বললামঃ আমি তো আপনাকে অমুক অমুকের ন্যায় রাসূলুল্লাহ –এর হাদীস বর্ননা করতে শুনি না। তিনি বললেনঃ ‘জেনে রাখ, আমি তাঁর থেকে দূরে থাকিনি, কিন্তু (হাদীস বর্ণনা করি না এজন্য যে,) আমি বলতে শুনেছি, যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।’
বুখারি হাদিস ১০৮
- Details
- Super User
- ০১ম খণ্ড ।। সহিহ বুখারী
- Category: ০৩ - ইল্ম অধ্যায়
- Read Time: 1 min
- Hits: 157