বুখারি হাদিস ১০৭
আলী ইবনুল জা‘দ (র)… ‘আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে।

<

Super User