বুখারি হাদিস ১১৪
আল ইবন ‘আবদুল্লাহ (র)… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী –এর সাহাবীগণের মধ্য ‘আবদুল্লাহ ইবন ‘আমর (রা) ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশী হাদীস নেই। কারণ তিনি লিখে রাখতেন, আর আমি লিখতাম না। মা‘মার (র) হাম্মাম (র) সূত্রে হুরায়রা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

<

Super User