হঠাৎ এ কি চতুর্দিকে
উঠলো পানি বেজায় ক্ষেপে,
সকল দিকে পানির গুঁতোয়
ঘর বাড়ি সব উঠছে কেঁপে।

প্রকৃতি হায় কী যে মজা
পাচ্ছে এমন খেলা খেলে?
গাঁয়ে কিংবা শহর জুড়ে
নানান দিকে থাবা মেলে?

বানের পানি চতুর্দিকে
ক্ষুধায় কাঁপে যুবা, বুড়ো,
কাঁদছে শিশু ভাতের জন্যে
ডুবছে জলে ঘরের চূড়ো।

এসো আজকে আমরা সবাই
দাঁড়াই দুখী, সবার পাশে,
কোথাও যেন কাউকে বদলে
যেতে না হয় শীর্ণ লাশে!

Shamsur Rahman।। শামসুর রাহমান