শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো?
আকাশের গায়ে নাকি টকটক গন্ধ?
টকটক থাকে নাকো হ'লে পরে বৃষ্টি-
তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি।
শুনেছ কি বলে গেল - সুকুমার রায়
- Details
- Sukumar Ray ।। সুকুমার রায়
- কবিতার বিষয়
- Category: ছোটদের ছড়া কবিতা
- Read Time: 1 min
- Hits: 688