থেনা থেনা থেনা ওমা বট পাকুড়ের থেনা,
আদ্যিকালের বটের ঝুড়ি জটিবুড়ির চেনা।
জটিবুড়ি জটিবুড়ি দোহাই ফিরে চাও,
ভরদুপুরে তোমার জটের ছায়া দিয়ে যাও।
জটের ছায়া হোক পুরানো, হোক-না কিছু ফিকে,
ভয় পেয়ো না, দামটি পাবে পুরো আড়াই সিকে।
জটিবুড়ির ছড়া
- Details
- Shamsur Rahman।। শামসুর রাহমান
- কবিতার বিষয়
- Category: ছোটদের ছড়া কবিতা
- Read Time: 1 min
- Hits: 414