তুমি যখন চুল খুলে দাও
 ভয়ে আমি কঁপি।
 
 তুমি যখন চুল খুলে দাও,
 ভেসে আসে তােমার চুলের গন্ধ,
 গুনগুন করে গান করাে তুমি,
 ভয়ে আমার বুক কাঁপে।
 
 গুনগুন করে গান করাে তুমি
 আমার পাশে বসে :
 তােমার মুখ দেখা যায় না,
 বুকে এসে লাগে চুলের গন্ধ
 ভয়ে আমার বুক কাপে।
 
 তােমার মুখ ফেরানাে :
 তােমার কালাে চুল বেয়ে পড়ে,
 তােমার কালাে চুল বেয়ে ওঠে
 আমার হৃদয় জড়িয়ে –
 ভয়ে আমি মরি।
 
 তুমি যখন চুল খুলে দাও
 ভয়ে আমি কঁপি।

Buddhadeb Bosu ।। বুদ্ধদেব বসু