বাউল লোফা
  
পথ-ভোলা কোন রাখাল ছেলে।
সে একলা বাটে শূন্য মাঠে  
          খেলে বেড়ায় বাঁশি ফেলে॥
কভু সাঁঝ গগনে উদাস মনে  
          চাহিয়া হেরে গো কারে,
হেরে তারার উদয়, কভু চেয়ে রয়  
          সুদূর বন-কিনারে।
হেরে সাঁঝের পাখি ফিরে গো যখন  
          নীড়ের পানে পাখা মেলে॥
তার ধেনু ফিরে যায় গ্রামের পানে  
          আনমনে সে বসিয়া থাকে,
ওই সন্ধ্যাতারার দীপ যে জ্বালায়  
          সে যেন কোথায় দেখেছে তাকে।
তার নূপুর লুটায় পথের ধূলায়  
          সে ফিরে নাহি চায়, কাহারে খোঁজে,
দূর চাঁদের ভেলায় মেঘ-পরি যায়  
          সে যেন তাহার ইশারা বোঝে।
সে চির-উদাসী পথে ফেরে হায়  
          সকল সুখে আগুন জ্বেলে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম