খাম্বাজ কাহারবা

নাচে ওই আনন্দে নন্দদুলাল।
তাতা থই তাতা থই –
নাচে বৃন্দাবনে হরি ব্রজগোপাল॥
ছন্দ নামে, দক্ষিণে বামে,
টলে বাঁকা শিখীপাখা।
উছল যমুনাজলে বাজিছে তাল।
নাচে নন্দদুলাল॥
বিরাট খেলে হেরো আজ শিশুর রূপে,
স্বর্গে কাঙাল করি ধরায় এল চুপে চুপে।
এত রূপ কেমনে দেখি,
দিলে বিধি দুটি আঁখি
তাহে আবার পলক পড়ে;
বিশ্ব-পালক হল বালক রাখাল॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম