নমো নম রাম-খুঁটি।
তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে, সাধ্য নাই যে উঠি॥
তুমি নির্বিকার হে পরম পুরুষ
আপনাতে আছ আপনি বেহুঁশ,
তব বাঁধন ছিঁড়িতে বৃথা টানাটানি
বৃথা মাথা কুটোকুটি॥
আইন কানুন আচার বিচার
বিধি ও নিষেধ স্ত্রী পরিবার,
শত রূপে তুমি জগৎ মাঝার
চাপিয়া আছ যে টুঁটি॥
কত রূপে তব লীলার প্রকাশ
কভু হও খুঁটো কভু হও বাঁশ,
কভু হাড়ি-কাঠ কভু ঘানি-গাছ
ঘোরাও ধরিয়া ঝুঁটি॥
কখনও পাঁচনিরূপে পিঠে পড়
কখনও জোয়ালরূপে কাঁধে চড়,
কখনও কঞ্চি বাঁশ চেয়ে দড়
কভু গুঁতো কভু লাঠি।
ঠুঁটো ত্রিভঙ্গ হে প্রভু তোমার
ভয়ে মোরা গুটিসুটি॥
রাম-খুঁটি
নমো নম রাম-খুঁটি
- Details
- Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম
- গীতিগ্রন্থ( কাজী নজরুল ইসলাম)
- Category: গীতি-শতদল
- Read Time: 1 min
- Hits: 353