পিলু – কাফি কাহারবা

তুমি নন্দনপথ-ভোলা
মন্দাকিনী-ধারা উতরোলা॥
তোমার প্রানের পরশ লেগে
কুঁড়ির বুকে মধু উঠিল জেগে,
দোলন-চাঁপাতে লাগে দোলা॥
তোমারে হেরিয়া পুলকে ওঠে ডাকি
বকুলবনের ঘুমহারা পাখি,
ধরার চাঁদ তুমি চির-উতলা॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম