পিলু খেমটা

কুল রাখ না-রাখ
তুমি সে জান,
গোকুলে তোমার কাজ
কুল ভোলানো॥
মহতের পিরিতি
বালির বাঁধসম,
কভু হাতে দাও দড়ি
কভু চাঁদ আন॥
কভু তুমি রাধার, চন্দ্রাবলীর কভু,
যখন যার তখন তার দিকে টান॥
রাজার অপরাধের নালিশ কোথায় করি,
তুমি জান শুধু বাঁশিতে মন-ভেজানো॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম