আশাবরি লাউনি

আমি যেদিন রইব না গো
লইব চির-বিদায়
চিরতরে স্মৃতি আমার
জানি মুছে যাবে হায়॥
আরশিতে তার ছায়া পড়ে
রয় যবে সে সুমুখে,
সে যবে যায় দূরে চলে
অমনি ছবি মিলায়॥
এই ধরণির খেলাঘরে
মনে রাখে কে কারে,
দুলে সাগর চাঁদ-সো্হাগে
মরু মরে পিপাসায়॥
রবি যবে ওঠে নভে
চাঁদে কে মনে রাখে
এ-কূল ভাঙে ও-কূল গড়ে
মানুষের মন নদীর প্রায়॥
মোর সমাধির বুকে প্রিয়
উঠবে তোমার বাসরঘর,
হায়, অসহায় ভিখারি-মন
কাঁদে তবু সেই ব্যথায়॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম