ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো ওমা দে ফিরিয়ে মোর হারানিধি! তুই দিয়ে নিধি নিলি কেড়ে মা তোর এ কোন নিঠুর বিধি॥ বল মা তারা কেমন করে নয়নতারা নিলি হরে, দিলি মা হয়ে তুই শিশু বুকে নিঠুর মরণ-সায়ক বিঁধি॥ তরু যেমন শিকড় দিয়ে তাহার মাটির মাকে জড়িয়ে ধরে থাকে স্নেহের সহস্র সে পাকে; মা গো তেমনি করে তাহার মায়া আঁকড়ে ছিল আমার কায়া, তারে নিলি কেন মহামায়া শূন্য করে আমার হৃদি॥<
ফিরিয়ে দে মা ফিরিয়ে দে গো
- Details
- Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম
- গীতিগ্রন্থ( কাজী নজরুল ইসলাম)
- Category: চন্দ্রবিন্দু
- Read Time: 1 min
- Hits: 205