জ্যোতির্ময়ী মা এসেছে আঁধার আঙিনায়।  
ত্রিভুবনবাসী ছেলেমেয়ে আয় রে ছুটে আয়। 
আনন্দ আজ লুট হতেছে কে কুড়াবি আয়।  
আনন্দিনী দশভুজা দশ হাতে ছড়ায়॥  
মা অভয় দিতে এল ভয়ের অসুর দলে পায়।
আজ জিনব জগৎ মাভৈঃ বাণীর বিপুল ভরসায়॥  
বুকের মাঝে টইটুম্বুর ভরা নদীর জল 
              ওরে দুলছে টলমল।  
ঝিলের জলে ফুটল কত রঙের শতদল  
              ছুঁতে মায়ের পদতল॥  
দেব-সেনারা বাচ খেলে রে আকাশ-গাঙের স্রোতে,  
সেই আনন্দে যোগ দিবে কে, আয় রে বাহির-পথে।  
আর যেতে দেব না মাকে রাখব ধরে পায়–  
মাতৃহারা মা পেলে কি ছাড়তে কভু চায়॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম