সিন্ধু – কাওয়ালি

বন-বিহারিণী চপল হরিণী
চিনি আঁখিতে চিনি কানন-নটিনীরে।
ছুটে চলে যেন বাঁধভাঙা তটিনী রে॥
নেচে নেচে চলে ঝরনার তীরে তীরে।
ছায়াবীথিতলে কভু ধীরে চলে,
চকিতে পলায় নিজ ছায়া হেরি
গিরি শিরে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম