দুর্গা – দাদরা

প্রণমি তোমায় বন-দেবতা।
শাখে শাখে শুনি তব ফুল-বারতা–
দেবতা॥
তোমার ময়ূর তোমার হরিণ
লীলা-সাথি রয় নিশিদিন,
বিলায় ছায়া বাণীবিহীন
তরু ও লতা–
দেবতা॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম